ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল উদ্ধারসহ পুনঃখনন কাজে ১৭শ কোটি টাকা ব্যয়ের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কলে ভার্চুয়াল কনফারেন্সে যোগ দিয়ে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে তিনি।
খাল উদ্বোধন উপলক্ষে কেরানীগঞ্জে তৈরি পোষাক পল্লীর কালিগঞ্জ গুদারাঘাটে এক উন্নয়ন সভার আয়োজন করা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বীন করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বিদ্যুত প্রতিমন্ত্রী বলেন, শুভাঢ্যা খালের দুই পাড়ে অবৈধ দাখলদারদের উচ্ছেদ ও সংস্কার করে এ প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। ৩১৭ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার খালের ২ পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল পুনঃখনন ও ওয়ার্কওয়ে নির্মাণ করা হবে।
এ সময় তিনি আরো বলেন, বিএনপি-জামাত জোট শুভাঢ্যা খালের উপর জোড়পূর্বক মার্কেট নির্মাণ করে। তাই জনগণ যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে সে বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়েছিল। জনগণের কল্যাণই এ প্রকল্পের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আ. লীগের সহ সভাপতি হাজি মজিবুর রহমান, ঢাকা জেলা আ.লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান। ঢাকা জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজি মো. ইকবাল হোসেন প্রমুখ।
টিএইচ